ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ঢাকা জেলায় নতুন এসপি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০৩:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেলেন রাজশাহীর এসপি আনিসুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।

এতে বলা হয়েছে, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকা জেলার এসপি হিসেবে এবং আর কুমিল্লায় এসপি করা হয়েছে মোহাম্মদ নাজির আহমেদ খানকে, যিনি গাজীপুর মহানগর পুলিশে উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মহানগরের বাইরে সাতটি থানা ঢাকা জেলা পুলিশের আওতাভুক্ত এলাকা। এগুলো হচ্ছে সাভার, কেরাণীগঞ্জ, দক্ষিণ কেরাণীগঞ্জ, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও আশুলিয়া।

আরটিভি/এমএ-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |