• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৩ সহযোগী গ্রেপ্তার 

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪৮
ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটকেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, গত ১০ নভেম্বর সৈয়দ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি (জিএমসি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক) সাতজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভেতরে আসামিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছরের ৮ আগস্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামিদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার একটি চেক দেন। আসামিরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। তারা প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে তাকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। পরে ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, মামলার বাদী চাঁদাবাজি করার ফোন রেকর্ড পুলিশের কাছে দেন। ওই ফোন রেকর্ড তদন্ত করে নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় ফার্মভিউ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চাঁদাবাজ গ্রুপের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, মালিকসহ গ্রেপ্তার ২
চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: মদ্যপ অবস্থায় ছিলেন গ্রেপ্তার তিনজন