• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

৬০ ফুট উঁচু স্টেডিয়ামের ফ্লাডলাইটে নারী, এরপর যা ঘটল

আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
৬০ ফুট উঁচু স্টেডিয়ামের ফ্লাডলাইটে নারী, এরপর যা ঘটল
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। এ দৃশ্য দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন মানুষ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনেন।

বুধবার (১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বায়তুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে এ ঘটনা ঘটে।

৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে ৯৯৯ এ ফোন করে এক কলার জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের নারী গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে মানসিক ভারসাম্যহীন এক নারী উঠে বসে আছেন। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। পরে ৯৯৯ থেকে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। ওই নারীকে উদ্ধার করে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা থেকে অপহৃত ছেলেশিশু জামালপুরে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন কলে দুর্ঘটনায় গাড়িতে আটকে পড়া ৪ ব্যক্তি উদ্ধার 
৯৯৯ নম্বরে ফোন কলে পল্লীবিদ্যুতের চোরাই তার উদ্ধার 
গভীর রাতে ৯৯৯ নম্বরে নির্যাতিতা নারীর ফোন