ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রাতেই আধা ঘণ্টা বিঘ্নিত হতে পারে জরুরি সেবা ৯৯৯

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ১১:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম আধা ঘণ্টার জন্য সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২টা থেকে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। 

এতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ৩১ জানুয়ারি ১২ টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ৯৯৯ জরুরি সেবা সরকার পরিচালিত একটি কর্মসূচি। যা একটি কাঠামোর অধীনে নাগরিকের জরুরি প্রয়োজনে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে। দেশের নাগরিকদের জরুরি সেবা দেয়ার উদ্দেশ্য বাংলাদেশ পুলিশের অধীনে চালু হয়েছে ৯৯৯ জরুরি সেবা। 

সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এই সেবা। যে কোন মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা পাবেন। ৯৯৯ সার্ভিসের প্রশিক্ষিত এজেন্টরা জরুরি মুহুর্তে আপনার প্রয়োজন অনুযায়ী ফায়ার সার্ভিস, পুলিশ বা এ্যাম্বুলেন্স সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |