অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বেশ কিছু ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আরো পাঁচটি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করলো জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
পরিবর্তন করা পাঁচটি ক্রীড়া স্থাপনাগুলো হলো, চট্টগ্রামের এমএ আজিজ, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া, গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার ও পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে এনএসসি।
জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি এক প্রজ্ঞাপনে স্টেডিয়াম চারটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। এখন স্টেডিয়াম চারটি স্ব স্ব জেলার নামে নামকরণ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পল্টনে অবস্থিত আইভি রহমান সুইমিংপুলের নামও পরিবর্তন করা হয়। এখন ছয়বার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ব্রজেন দাসের নামে নামকরণের সিদ্ধান্ত জানানো হয়।
দেশের ইতিহাসে স্টেডিয়ামের নামের পরিবর্তন নতুন কিছু নয়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েকদিন আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। স্বাধীনতা পূর্ববর্তী সময়ের নিয়াজ স্টেডিয়ামের নাম ১৯৭৬-১৯৭৭ সালে পরিবর্তন করে রাখা হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়াম। গত কয়েক বছর ধরে আবার এমএ আজিজ স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এবার সেটি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নামে নামকরণ করা হয়েছে।
অন্যদিকে ১৯৬১ সালে নির্মিত ময়মনসিংহের স্টেডিয়ামটি রফিক উদ্দিন ভূঁইয়া নামের আগে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম নামেও পরিচিত ছিল। প্রজ্ঞাপনে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আগের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে।
আরটিভি/এসকে