• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

মেট্রোরেল স্টেশনে আহত যুবকের ভিডিও ভাইরাল, যা জানা গেল

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৫

সম্প্রতি রাজধানীর মেট্রোরেল স্টেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে বাস্তবে ওই যুবকের কিছু হয়নি। তিনি একজন টিকটকার। টিকটক ভিডিও বানাতেই তার এই অঙ্গভঙ্গি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মেট্রোরেলের কয়েকটি স্টেশন পর্যবেক্ষণ করে দেখা গেছে, মেট্রোর ভিতর, স্টেশন, প্ল্যাটফর্ম, এমনকি সিঁড়ির মতো জায়গায় টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে। টিকটকাররা বিভিন্ন জায়গায় শুয়ে-বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও করছেন।

যাত্রীদের অভিযোগ, এসব টিকটকারদের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তারা। মেট্রোরেলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের উদাসীনতার সুযোগেই টিকটকাররা এমনটা করছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এমন অনেক ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সোনালি পারভীন নামের এক যাত্রী বলেন, টিকটকাররা মেট্রোরেলকে বিনোদনকেন্দ্র বানিয়ে ফেলেছে। এভাবে টিকটক ভিডিও বানানো অন্যদের জন্য বিরক্তির। টিকটকারদের এসব আচরণ অস্বস্তিকর এবং গ্রহণযোগ্য নয়।

রাসেল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এসব ভিডিওর সংখ্যা বাড়তে থাকলে পরিবেশ নষ্ট হবে।

এ বিষয়ে মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মেট্রোরেলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও করা নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সবসময় স্টেশনে নিরাপত্তা কর্মীরা উপস্থিত নাও থাকতে পারেন। যাত্রীরা যদি কাউকে টিকটক ভিডিও বানাতে দেখেন, তাহলে নিরাপত্তাকর্মীদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

আবদুর রউফ বলেন, ‘এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা কর্মী বাড়িয়েছি। শিগগিরই আরও কিছু কর্মী যুক্ত হবেন মেট্রোরেল সেবায়।’

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বায়ুদূষণ বাড়ছেই, পরিবেশ অধিদপ্তরের সতর্কবার্তা
চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
বিমানে বিস্ফোরকের মিথ্যা তথ্যদাতা শনাক্ত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৩ মামলা