ডিবি হারুন ‘সিন্ডিকেটের প্রধান’ আবু সাদেক গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৪৮ এএম


ডিবি হারুন ‘সিন্ডিকেটের প্রধান’ আবু সাদেক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন জুলফিকার আলী নামের ভুক্তভোগী ব্যবসায়ী।  

মামলার আসামিরা হলেন আবু সাদেক, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করেন। টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়ও দেওয়া হয়। পরবর্তীতে আরও দুইবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি মূলত আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণসহ অন্য আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.