ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৮:৩২ এএম


loading/img
ফাইল ছবি

আগামী শুক্র (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা।

বিজ্ঞাপন

নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথকে কেন্দ্র করে ৩৯ দিন নগর ভবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন তার অনুসারীরা।

সবশেষ সোমবার (২৩ জুন) নগর ভবনের তালা খুলে দেন তারা। তখন বিজ্ঞপ্তিতে করদাতা ও দোকান মালিকদের জন্য বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করা করেছে। যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে পারবেন।

রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসানের (০১৮৩০৫৬২৩১৫) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |