ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

ভাসানচরে জাহাজডুবি: আজও নিখোঁজ ২ নাবিকের খোঁজে কোস্টগার্ড

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২০ , ০১:৩৫ পিএম


loading/img
ছবিঃ সংগ্রহীত

ভাসানচরের নিকট উদ্ধারকারী জাহাজ লাবনি পাওয়ার-৩ ডুবির ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ২ নাবিকের সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজে কোস্টগার্ডের উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগরে বেশি সময় অবস্থান করা যাচ্ছে না বলে হাতিয়া কোস্টগার্ড জানায়।

বিজ্ঞাপন

জানা যায়, নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে উদ্ধারকারী জাহাজ লাবনি পাওয়ার-৩ ডুবির ঘটনা ঘটে। এসময় জাহাজে থাকা ২ নাবিক নিখোঁজ হলেও চারজনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার গভীর রাতে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজের মালিক আতিক উল্যাহ বাহার জানান, নিখোঁজ দুই নাবিক হলেন- লাবনি পাওয়ার-৩ জাহাজের মাস্টার চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার রহিমপুর ইউনিয়নের গোলাফুর রহমানের ছেলে আবুল কালাম (৫৫) ও  জাহাজের বাবুর্চি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোল্লাবাড়ি গ্রামের ছত্তার উল্লার ছেলে আবুল হাসেম (৫৫)। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি লাইটার জাহাজ ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে উদ্ধার করতে আসে টাগবোট এমভি লাবনি পাওয়ার-৩। বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বুধবার রাতে উদ্ধারকারী জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ড সদস্যরা বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে দুপরের দিকে ভাষানচরের কাছে চারজন নাবিককে জীবিত উদ্ধার করে। 

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বিশ্বজিত বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের অভিযান চলছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |