• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

প্লাজমা দিতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ১৭ পুলিশ সদস্য 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫
প্লাজমা দিতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ১৭ পুলিশ সদস্য 
প্লাজমা দিতে সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছে ১৭ পুলিশ সদস্য 

ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে এসে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ পুলিশ বাহিনীর সদস্যরা।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে বাস যোগে ঢাকায় উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেলা পুলিশের ১৭ সদস্য।

এসময় তাদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শরাফত ইসলাম জানান, পর্যায়ক্রমে আরও শতাধিক পুলিশ সদস্য তাদের মূল্যবান প্লাজমা দান করবেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ, মহামারীসহ সকল সময় মানুষের পাশে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের প্রায় ১২০ জন সদস্য ইতোমধ্যে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন। এই করোনা জয়ী পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে অন্য রোগীদের জন্য প্লাজমা দান করবেন।

উল্লেখ্য, জেলা পুলিশের ১৩০ জন সদস্য করোনার আক্রান্ত হয়েছিলেন, এর মধ্যে ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এক ইন্সপেক্টর মৃত্যুবরণ করেছেন।

এনএম/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার