খুলনার ডুমুরিয়ার বাদুরগাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিপ্লব কান্তি মণ্ডল, প্রসেনজিৎ গাইন এবং স্বামী অনিমেষ। নিহতের ভাই ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ
মামলার বিবরণে জানা যায়, গৃহবধূ টুম্পা মণ্ডল ২০১৬ সালের ৭ অক্টোবর নিখোঁজ হন। ঘটনার দুই দিন পর তার লাশ বাদুরগাছা গ্রামের মন্দিরের পাশের খালে পাওয়া যায়। পরে পুলিশ তদন্তে বেরিয়ে আসে স্বামী অনিমেষ পরিকল্পিতভাবে টুম্পাকে হত্যা করে লাশ খালে ফেলে রাখে। ঘটনার চার বছর পর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করা হলো।
জেবি