ঢাকা

পদ্মায় নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ , ০৮:২৯ এএম


loading/img
ছবি সংগৃহীত

পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকার পদ্মা নদীতে নৌকা ডুবে শুকুর আলী (৪৫) ও তোফাজ্জল হোসেন (৫০) নামের দুই কৃষি শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল ঘটনার সত্যতা স্বীকার করে আরটিভি নিউজকে জানান, আগাম জাতের পেঁয়াজ লাগানোর জন্য চরতারাপুর থেকে ৫০/৬০ জন শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে বাহিরচরে কাজ করতে যান।

 কাজ শেষে ৪০ থেকে ৫০ জন শ্রমিক একটি নৌকায় করে বিকেলে বাড়ি ফিরছিল। নৌকাটি চরতারাপুর গোরস্থানসংলগ্ন এলাকায় ডুবে যায়।

বিজ্ঞাপন

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও শুকুর ও তোফাজ্জল নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। আহতদের মধ্যে প্রায় ২০ জন শ্রমিককে সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন আরটিভি নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল পাবনায় আসার পর  উদ্ধার কাজ শুরু করবেন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |