ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাঁথিয়ায় বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ, আহত ৩ 

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৫:৩৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা করে নারীসহ তিনজনকে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে এদ্রাকপুর গ্রামে। এ ঘটনায় এদ্রাকপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মিলি ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান। 

জানা গেছে, কাশিনাথপুর ইউনিয়নে এদ্রাকপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সম্প্রতি একই গ্রামের রাহাত, ইমন, সিহাব, নজরুল, জুয়েল, রিসাত, মুক্তা, সালেহা শহিদ ইসলামের বাড়িতে হামলা করে বেশ কয়েকজনকে আহত করা হয় এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আহতরা হলেন, মিরাজ, মেহেদি, ও মিলি ইসলাম। তাদেরকে সাঁথিয়া হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এ ঘটনায় মেহেদি ও মিরাজকে জিজ্ঞাসাবদের জন্য আটক করা হয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |