সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেলের ধাক্কায় রিয়া আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু মর্মান্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর গ্রামের কাছে এই ঘটনা ঘটে।
নিহত রিয়া তাজপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট সিলেটগামী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রিয়া আক্তারকে ধাক্কা দেয় এবং মোটরসাইকেল আরোহী তানভীর আহমদ (৩০) গুরুতর আহত হয়। আহত দু'জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিয়ার মৃত্যু হয়। আহত তানভীর আহমদকে (২৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ আটক করেছে।
জেবি