রংপুরের হারাগাছে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ৪ মাস তদন্তের পর রংপুর মেট্রোপলিটন ডিবির এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকিরসহ তদন্তকারী পুলিশ সদস্যরা রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে চার্জশীট দাখিল করেন।
আরও পড়ুন : তৃতীয় লিঙ্গের আলমগীরকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা
এরপর পিবিআইয়ের পুলিশ সুপার সাংবাদিকদের জানান, এএসআই রাহেনুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মানব পাচার আইনে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এছাড়া ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অপরাধে অপর ৪ জনের বিরুদ্ধেও আদালতে চার্জশীট দেয়া হয়েছে।
আরও পড়ুন : নায়ক শাহীন আলমের লাশ নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন ছেলে
উল্লেখ্য, ২০২০ সালের ১৮ অক্টোবর স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এএসআই রাহেনুল ইসলামসহ অজ্ঞাত আসামিদের হারাগাছ থানায় বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জিএম