ঢাকা

মঙ্গলবার থেকে ৭ জেলায় লকডাউন

আরটিভি নিউজ

সোমবার, ২১ জুন ২০২১ , ০৪:০২ পিএম


loading/img

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

লকডাউনের আওতাভূক্ত জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ি, মাদারিপুর ও গোপালগঞ্জ।

বিজ্ঞাপন

ঢাকা জেলাকে করোনা সংক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখতেই এ সাত জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউনের মধ্যে এ ৭ জেলায় মালবাহী ট্রাক ও  এ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া এর বাইরে যদি অন্য কোনো জেলা লকডাউন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করতে পারবেন। 

এদিকে করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়। গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে এ বিধিনিষেধ কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

জেএইচ/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |