ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে রাজধানীতে ট্রাক ঢুকতে না দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জে মদনপুর এলাকা যানজট বিস্তার লাভ করেছে।
বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে এ যানজট শুরু হলে ধীরগতিতে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
পণ্যবাহী ট্রাকচালকরা জানান, রাজধানীতে ট্রাক প্রবেশ করতে না পেরে এ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছেন। একাধিক লেন করে ট্রাক দাঁড় করিয়ে রাখায় পেছনের পরিবহনগুলো ঢাকায় প্রবেশ করতে পারছে না। এতে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে।
দুর্ভোগের শিকার যাত্রীরা জানান, বুধবার রাত ৯টা থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল। ফলে অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্বরত পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, মূলত যানবাহনের চাপ ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের দিকে এসেছে। তবে সময়ের ব্যবধানে যানজটের তীব্রতা এখন অনেকটা কমে এসেছে। কোনো কোনো সড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করছে, আবার কোনো সড়কে স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক বলেন, আমরা ঢাকায় কথা বলেছি, ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
আরটিভি/কেএইচ