ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০২:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির একটি তাকওয়া পরিবহনের যাত্রীবাহী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার একজন পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর চারজন গুরুতর আহত হন। 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হতাহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |