ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

বিকট শব্দে গান বাজিয়ে ট্রাকে নাচানাচি, অতঃপর...

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ , ০৪:২৩ পিএম


loading/img
বিকট শব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনজীবন অতিষ্ঠ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য ও সড়ক পরিবহন আইন ভঙ্গ করে দ্রুত গতির ট্রাকে বিকট শব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনজীবন অতিষ্ঠ করায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলার সামনে থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেকের ১০০ টাকা করে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ এলাকার ১৭ জন যুবক একটি ট্রাক ভাড়া করে রামগতির আলেকজান্ডার মেঘনা বিচে যাচ্ছিলেন। এ সময় তারা স্বাস্থ্যবিধি অমান্য করে বিকট শব্দে সাউন্ডবক্স বাজিয়ে, নেচে-গেয়ে জনজীবন অতিষ্ঠ করছিল। পরে বিষয়টি কমলনগর উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে জরিমানা করে।

বিজ্ঞাপন

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, একটি ট্রাকে থাকা ১৭ জনকে জরিমানা করা হয়েছে। তারা সবাই স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহণ আইন অমান্য করে জনজীবন অতিষ্ঠ করে তোলে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |