ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিকট শব্দে মশার স্প্রে করা হলেও তাতে মরে না মশা (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি নিউজ

রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৫৯ পিএম


loading/img
বিকট শব্দে মশার স্প্রে হলেও তাতে মরে না মশা

বিকট আওয়াজ ও দৃষ্টিরোধী ধোঁয়ার লোক দেখানো কার্যক্রমে চলছে মশা নিধন। যদিও এতে পরিবেশ দূষণ ছাড়া তেমন কিছু হচ্ছে না বলে মত নগরবিদদের। অন্যদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এর চেয়ে বেশি ওষুধ দেয়ার সুযোগ নেই। এ অবস্থায় মশা মারতে নতুন পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন তারা। 

বিজ্ঞাপন

ধোঁয়ায় আচ্ছন্ন চারদিক। বিকট শব্দে মশা না মরলেও মানুষের কানে তালা লাগার দশা! মশা মারতে সিটি করপোরেশনের এমন বায়ু ও শব্দ দূষণের পরেও মশাদের দৌরাত্ম্য কমছে না। বরং ধোঁয়ার মধ্যে মশাদের ওড়াওড়ি যেন আরও বেড়ে যায়।

অন্যদিকে মশা নিধনের অভিযান রাজধানীর অভিজাত এলাকাগুলোতে সপ্তাহে দু-একবার দেখা গেলেও অন্যান্য এলাকায় তা যেন স্বপ্নে দেখার মতো!

বিজ্ঞাপন

এই বিষয় নগরবিদ ইকবাল হাবিব বলেন, অভিজাত এলাকায় যদি সপ্তাহে দুবার দেওয়া হয়। তাহলে অন্য এলাকাগুলোর অবস্থা খুব খারাপ। আইসিডিডিআরবি আর স্বাস্থ্য অধিদপ্তর বার বার বলার পরেও ওষুধের কার্যকারিতার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়।

মশা নিধন সমস্যা নিয়ে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সপ্তাহে একদিনের বেশি মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। কারণ সকল স্থানে দিতে হয়। আর কেউ চাইলেও আমরা একই স্থানে প্রতিদিন দিতে পারবো না। দিলে বরং প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। 

একই সমস্যা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, কোন মশাকে কামড় দেয়ার সুযোগ দেওয়া যাবে না। আর কামড় দিলে যে কোন রোগ হতে পারে। এতে প্রচুর কীটতত্ত্ববিদ লাগবে। কারণ তারা মশা নিয়ে গবেষণা করবে। মশার কামড় থেকে নগরবাসীকে রক্ষায় প্রজননক্ষেত্রগুলোকে ধ্বংস করতে হবে।

বিজ্ঞাপন

মশা নিধনের পুরনো ওষুধের বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, দীর্ঘদিন একটি কীটনাশক ব্যবহার করলে মশা সেটিতে সহনশীল হয়ে যায়। আমরা এই বিষয়ে পরিবর্তনের কৌশল নিচ্ছি। 

আশ্বাসের পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে মশার অত্যাচার থেকে মুক্তি চান নগরবাসী।

জিএম/পি
 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |