কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। বাস করেন কলকতায়। সম্প্রতি ঈদের আনন্দে মেতেছিলেন সবাই। তবে সেখানে কিছুটা ভাটা পরে। কারণ মীরের বাসার সামনে উচ্চ শব্দে গান বাজনা চলছিল। আর এ নিয়ে অভিনব এক প্রতিবাদ সৃষ্টি করলেন মীর। তার বাসার বারান্দা থেকে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।
সেই ভিডিওর ক্যাপশনে মীর লেখেন, “না না না। ওদের কোনো দোষ নেই। ওরা শুধু একটা মজার গেম খেলছে! আসুন সবার জন্য নিবেদন করি এক অনবদ্য গেম শো যেখানে পাশাপাশি দুটো পাড়ার দুই ‘বিশ্বচ্যাম্পিয়ন ডিজে’ তাদের সঙ্গীত প্রতিভা জাহির করার চেষ্টা করছে। এই প্রতিযাগিতা শুরু হয়েছে চাঁদ রাত থেকে (২রা মে ২০২২)।
এবং এটা গভীর রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে বাকি প্রায় পুরো সময়টা জুড়ে চলছে। কেউ কাউকে এক রত্তি জমি ছাড়তে নারাজ। এবং পাড়ার কেউ কোনো প্রতিবাদ করছে না। এমন কি আমিও না।”
তিনি আরও লেখেন, এই গেম শো জিতবে যে সে পাবে। ‘১ম পুরস্কার: ‘নিজে খেয়ে নিজে মরো’ মার্কা সেঁকো বিষ, ২য় পুরস্কার: Hearing Aid, ৩য় পুরস্কার: শহরের সরকারী মনোরোগ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা Please use headphones for best effect of the জ্বালা যন্ত্রণা।’
তার এই অভিনব প্রতিবাদের ভিডিটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এমন প্রতিবাদে মীরের প্রশংসায় ভাসছে গোটা নেট দুনিয়া।
প্রসঙ্গত, কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন তিনি। একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজের জন্যই তার এই আসা। আর এ জন্য তিনি বাংলাদেশের নানান প্রান্তে ছুটছেন, ভক্তদের সঙ্গে দেখা করছেন। ভ্লগিং করতে করতে তিনি নানা জায়গাতে গিয়ে বিভিন্ন খাবার খেয়েছেন। শুধু খাবারের প্রেমেই না, বাংলাদেশ ও দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ মীর। আর তাইতো তিনি নাগরিকত্ব চেয়েছিলেন। একটি টেলিভিশনের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান তিনি।