কুষ্টিয়ার খোকসা উপজেলায় ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমারখালী বড়ইচারা গ্রামের রফিকের ছেলে রাতুল (১০) ও খোকসা মোড়াগাছার আক্তার মালিথার ছেলে শাহেদ (১৪)। সম্পর্কে তারা খালাতো ভাই।
স্থানীয়রা জানান, রোববার (২৪ অক্টোবর) বিকেলে শাহিন ও রাতুল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজবাড়ীমুখী রডবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় চাকায় পিষ্ট হয়ে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। পরে এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএম/এসকে