ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মেহেরপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, দুই ভাই নিহত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ১০:৩১ এএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৭ জন।

বিজ্ঞাপন

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম। 

জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে টুটুল গ্রুপের সমর্থক দুই ভাই জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |