ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবশেষে লিওয়ের সন্ধান মিলেছে 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ , ১২:০০ পিএম


loading/img
জার্মান নারী জুলিয়া ওয়াসিমান পোষা বিড়াল লিওকে খুঁজে পাওয়া গেছে

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে দেড়মাস পূর্বে হারিয়ে যাওয়া পোষা বিড়াল লিওকে অবশেষে নিজের কাছে পেয়েছে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাহিরপুর উপজেলা সদরে এসেই প্রিয় পোষা বিড়াল লিওর কাছে ছুটে যান তিনি। হারিয়ে যাওয়া বিড়ালটিকে কাছে পেয়ে কোলে তুলে নেন।
এর আগে গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের রায়পড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন লোক আটক করে। আটক করার পর ঢাকা থেকে ভিডিও কলে জুলিয়া ওয়াসিমান নিশ্চিত করেন এটিই তার হারিয়ে যাওয়া পোষা বিড়াল লিও। দীর্ঘ দেড় মাস অপেক্ষার পর প্রিয় পোষা বিড়ালকে কাছে পেয়ে খুবই আনন্দিত জার্মান ওই নারী।
 
স্থানীয় ছাত্রনেতা ধীমান চন্দ আরটিভি নিউজকে জানিয়েছেন, বিড়ালটি সন্ধান পাওয়ার পর তাকে আটক করতে গেলে একাধিক লোককে কামড় দিয়ে আহত করেছে বিড়ালটি। রাতে কথা বলে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তিনি তাহিরপুর পৌঁছেই প্রিয় পোষা বিড়ালের কাছে ছুটে আসেন। কাছে পেয়ে বিড়াল ও বিদেশিনী দুজনেই খুব আনন্দিত ও আপ্লুত। বর্তমানে পোষা বিড়ালটি জার্মান নারীর কাছেই রয়েছে। পরে পোষা বিড়াল লিওকে সঙ্গে নিয়ে সকালেই তিনি ঢাকার উদ্দেশ্য রওনা দেন। এ সময় তিনি বাংলায়, খুব খুশি এবং বিড়াল খোঁজে বের করে দেওয়ায় তাহিরপুরের লোকজনকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় প্রধান শিক্ষক গোলাম সারোয়ার লিটন আরটিভি নিউজকে বলেন, জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের পোষা বিড়ালের প্রতি তার গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে। বিড়ালটিকে হারিয়ে যাওয়ার পর সেটির সন্ধানে অনেক দিন খোঁজ করেছেন। স্থানীয় লোকজনও অনেক খোঁজাখুঁজির পর সেটিকে উদ্ধার করে তার মনিবের কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট খ্যাত তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসেন জার্মান নারী জুলিয়া। সঙ্গে ছিল তার প্রিয় পোষা বিড়াল লিও। দিনভর হাওরের বিভিন্ন প্রান্তে ঘোরা শেষে উপজেলা সদরে ফেরার পথে তাহিরপুর বাজার সংলগ্ন মেশিনবাড়ি ট্রলার ঘাট থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর কেটে গেছে দেড়মাস।
নিখোঁজ বিড়ালের খোঁজে অনেক দিন তাহিরপুরে অবস্থান করেছিলেন এই ভিনদেশী নারী। সর্বশেষ বিড়ালকে খুঁজে না পাওয়ায় গতকাল রোববার নিজ দেশে যাওয়ার উদ্দেশে তাহিরপুর ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এমআই/টিআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |