ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইউপি সদস্য প্রার্থীর ওপর হামলা 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ , ০৫:৩০ পিএম


loading/img
ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য প্রার্থী মো. হামিদ ফকিরের (৪৫) ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হামিদ শালনগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। তিনি নওখোলা গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আগামী ২৬ ডিসেম্বর এ ইউপির নির্বাচন।
 
হামিদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। হামলায় তার বাম হাতের কবজি ও কনুই থেকে ভেঙে গেছে। হাতে, পায়ে ও পিঠে আঘাত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন আরটিভি নিউজকে জানিয়েছেন, শালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খোকন শেখের চায়ের দোকানে হামিদ ফকিরসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। তখন ২৫ থেকে ৩০ জন রড ও লাঠি নিয়ে হামিদ ফকিরের ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহত হামিদ ফকিরের ভাগ্নে রহিম শেখ জানান, হামিদ ফকিরের সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ও এস এম মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করায় নৌকার প্রার্থী লাবু মিয়ার সমর্থকেরা এ হামলা চালিয়েছে। উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম কাজীর ভগ্নিপতি নৌকার প্রার্থী লাবু মিয়া। মূলত সেলিম কাজীর ভাই, ভাতিজা ও ছেলে এ হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

লাবু মিয়া আরটিভি নিউজকে বলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের নওখোলা গ্রামের সমর্থকেরা আমার এক সমর্থকেরা বাড়ি ভাঙচুর করেছে। এতে উত্তেজিত হয়ে আমার লোকজন তাকে মারধর করেছে।

লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |