ঢাকাMonday, 17 March 2025, 3 Choitro 1431

‘সমন্বয়ক’ আখ্যা দিয়ে গোপালগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৯:২১ এএম


loading/img
ছবি : আরটিভি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের একটি মেসে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হামলার মূল পরিকল্পনাকারী ইফতিকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

এতে আহত হয়েছেন- এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সেলিম রেজা, কৃষি বিভাগের তাহমিদ ও ইয়াজদানী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মুয়াজ বিল্লাহ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরানসহ আটজন শিক্ষার্থী। তাদেরকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত শিক্ষার্থীরা জানান, তোরা সমন্বয়ক, তোরা আন্দোলন করেছিস বলে নানা অকথ্য ভাষায় গালাগালি করে অতর্কিত হামলা চালায় কতিপয় সন্ত্রাসীরা। স্থানীয় সন্ত্রাসী ইফতির নেতৃত্বে হামলা হয়েছে বলে জানান তারা।

এই ঘটনায় মধ্যরাতেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সদর থানায় অবস্থান নেয় এবং হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করার দাবি জানায়। 

এ সময় থানায় উপস্থিত হয়ে প্রশাসনের কার্যক্রম সম্পর্কে ও সদর হাসপাতালে যেয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সোহেল হাসান।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোপালগঞ্জের এডিশনাল এসপি কাজী মাহবুবুল আলম বলেন, পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিটি সদস্য এখন মাঠে তৎপর রয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |