খুলনায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১২:৩৮ পিএম


খুলনায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত
ফাইল ছবি

খুলনায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মোল্লা (৪৮) মারা গেছেন।  বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার দুপুরে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।  নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে এবং মাথায় আঘাত করে।  দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে তার পায়ের রগ কেটে যায়। তার মাথার পেছনের আঘাতটি খুবই গুরুতর ছিল। ওই আঘাতের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য রাতে তাকে নিয়ে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৌঁছালে তার অবস্থা আরও খারাপ হয়। তখন কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ইউপি সদস্য ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করলে আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিই।  পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়।  রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।  

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ বা মামলা করা হয়নি।  এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।  কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission