প্রায় ১৩ ঘণ্টা উদ্ধার কাজ চালানোর পর পঞ্চগড়ের সঙ্গে পার্বতীপুরের ট্রেন চলাচল স্বাভাবিক। দিনাজপুর বুধবার (৫ জানুয়ারি) ভোর ৪টায় দিনাজপুরের পার্বতীপুরে যশাই রেলক্রসিংয়ে বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবিহীন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটলে সকাল থেকে পঞ্চগড় পার্বতীপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে য়ায়।
পরে বেলা ১০টার দিকে লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে হাত দেয়। টানা ১৩ ঘণ্টা ক্রেংয়ের সাহায্যে ট্রেনের ইঞ্জিন উদ্ধার করে। ওই রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনায় ট্রেনের চালক আবদুর রশিদ সরকার আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে আন্তঃনগর ট্রেন দ্রুতযান, বাংলাবান্ধা পঞ্চগড় এক্সপ্রেসসহ লোকাল ট্রেনগুলো চলাচাল বন্ধ ছিল।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান ট্রেন উদ্ধার ও ওই রুটে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেন।
এমআই/টিআই