ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রথম স্ত্রী বাড়িতে আসায় স্বামীকে কোপাল দ্বিতীয় স্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৮:২৯ এএম


loading/img
ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রথম স্ত্রী বাড়িতে আসায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে স্বামীর বিবাদকে কেন্দ্র করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে দু'জনই আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বামী হাফিজুল শেখ (৩৫) ও দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে (২৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুইজন ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে ও পুত্রবধূ। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী তানিয়া বেগম (৩০) তার সাড়ে ৪ বছরের ছেলে আবুবকরকে নিয়ে বাবার বাড়ি ঢাকার টঙ্গী থেকে এক বছর পর গেল তিনদিন আগে স্বামীর বাড়ি মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে আসে। এ নিয়ে স্বামী হাফিজুল ও দ্বিতীয় স্ত্রী আয়েশার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে দ্বিতীয় স্ত্রী আয়শা বেগমের সাথে স্বামী হাফিজুলের কথাকাটাটির এক পর্যায়ে  দু'জনই ছুরি নিয়ে এক অপরকে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এতে স্বামী স্ত্রী উভয়ই রক্তাক্ত জখম হয়। পরে প্রতিবেশিরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

বিজ্ঞাপন

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানিয়েছেন, দাম্পত্য কলহের জের ধরে স্বামী এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঘটনাটি ঘটেছে। সে সময় হাফিজুরের প্রথম স্ত্রী তানিয়া পাশের একটি ঘরে রাত্রিযাপন করছিলেন। রাত দুইটার দিকে স্বামী এবং সতীনের চিৎকার চেঁচামেচি শুনে তানিয়া বেগম আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে তাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে। কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |