ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নতুন কর্মসূচি দিলেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীর

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৩২ পিএম


loading/img
পিউ মৃধা

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর এবং শিক্ষক ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থা নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। এ সময় ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে সকাল ১০টায় সাংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আন্দোলনের বিস্তারিত তুলে ধরেন মুখপাত্র পিউ মৃধা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের এক শিক্ষার্থী গণধর্ষণ হলে বিচারের দাবিতে আমরা আন্দোলন (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু করি। আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বহিরাগতরা হামলা চালায়। এতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকরা আহত হন। কিন্তু এখন পযর্ন্ত হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের ওপর থেকে আমরা আস্থা হারিয়েছি। আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস পেলে আন্দোলন থেকে সরে গিয়ে আমরা ক্লাসে ফিরে যাব। 
পরে তিনি পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় ধর্ষকদের প্রতীকী ফাঁসি কার্যকর ও বিক্ষোভ মিছিল। বিকেল ৪টায় ধর্ষণবিরোধী প্রতিবাদী নাটক ও সন্ধ্যা ৭টায় আলোর মিছিল।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরি আরটিভি নিউজকে জানিয়েছেন, যে সকল ধর্ষক ইতোমধ্যে ধরা পড়েছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা, আন্দোলনকারী ছাত্র শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলার দৃষ্টান্তমূলক বিচার, হলের বাইরে যে সব শিক্ষার্থীরা অবস্থান করে তাদের সঠিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাবি দাওয়া তুলে ধরা ও প্রধানমন্ত্রীর একমাত্র আশ্বাসের ভিত্তিতে তারা ক্লাস এবং পরীক্ষার হলে ফিরে যাবেন। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বুধবার রাতে শহরের নবীনবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |