ঢাকা

মুদি দোকানে বিষধর রাসেল ভাইপার

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ মার্চ ২০২২ , ১১:০৮ এএম


loading/img

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে মুদি দোকানে পাওয়া গেছে একটি রাসেলস ভাইপার সাপ। এরই মধ্যে সাপটি নিয়ে যাওয়ার জন্য বন বিভাগকে সংবাদ দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ মার্চ) দুপুর নাগাদ সাপের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বন বিভাগ জানিয়েছেন। তবে দোকানি সেটিকে দুদিন ধরে আটকে রেখেছেন প্লাস্টিকের জারে। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বাংলাবাজার ঘাটের অনন্যা মুদি স্টোরের মালিক লিটন মিয়া দোকানে বিষধর এই সাপ পান।

লিটন মিয়া বলেন, প্রায় ৬ মাস আগে অল্প সময়ের জন্য সাপটিকে একবার দোকানের ভেতর দেখেছিলাম। তারপর আর পাইনি। পরে সোমবার (২১ মার্চ) আবার একে দোকানের ফ্রিজের পাশে দেখতে পাই। তখন পাশের দোকানের একজনকে ডেকে এনে দুজনে মিলে সাপটিকে ধরে প্লাস্টিকের জারে আটকে রাখি। পরে গুগলে সার্চ দিয়ে জানতে পারি এটি ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে জানানো হয়েছে। তারা যেন যত দ্রুত সম্ভব সাপটি আমার কাছ থেকে নিয়ে যায়। সাপের কারণে আমি অনেক আতঙ্কে আছি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, সোমবার (২১ মার্চ) দুপুরে প্রথমে অজগরের বাচ্চা ভেবে পাশের দোকানিকে ডেকে এনে লিটন সাপটি ধরার চেষ্টা করেন। এটি শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকায় তারা দুজন মিলে ধরে ফেলেন। এটি যে আসলে বিষধর রাসেলস ভাইপার তা মঙ্গলবার (২২ মার্চ) রাতে জানাজানি হয়। আমরা বনবিভাগকে জানিয়েছি বিষয়টা।

জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা বন কর্মকর্তা সাপটি দেখে এসেছেন। বিষধর সাপ হওয়ায় ঢাকায় বিষয়টি জানানো হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুর নাগাদ ঢাকার টিম গিয়ে সাপটি নিয়ে আসবেন অথবা সাপের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |