• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মুদি দোকানের আড়ালে চলত অস্ত্র ব্যবসা

আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১২:০৭
মুদি দোকানের আড়ালে চলতো অস্ত্র ব্যবসা
ছবি : সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুদি দোকানের আড়ালে দেশীয় অস্ত্রের ব্যবসার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে নৌবাহিনী।

মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান।

গ্রেপ্তার সেলিম উদ্দিন হাতিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনুক মার্কেটের সম্পদ স্টোরের মালিক।

স্থানীয়রা জানান, নাশকতার কাজে সেলিম উদ্দিনের দোকানে আগ্নেয়াস্ত্র পাওয়ার খবর পেয়ে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল আলম বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মুদি দোকান থেকে ৪টি স্টিলের রড, ৩টি বড় চাকু, ৫টি লোহার পাইপ, একটি মদের বোতল জব্দ করেন।

এ বিষয়ে কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বলেন, ‘মুদি দোকানী সেলিমের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরেছে। ব্যবসার আড়ালে এসব অবৈধ কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাহলে এক সময় না এক সময় আইনের আওতায় আসতেই হবে। হাতিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
মুদি দোকানি রইস হত্যা মামলার রহস্য উদঘাটন
মেহেরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান, ৩ অস্ত্র ব্যবসায়ী আটক
বগুড়ার কাহালুতে মুদি দোকানিকে গলা কেটে হত্যা