ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বড়শিতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ। গতকাল বুধবার (৩০ মার্চ) বিকেলে মাছটি শহরের একটি বাজারে ২০ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার খাগালিয়া বিল থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করেন সুজন মিয়া নামে স্থানীয় এক মৎস্য শিকারি। পরে মাছটি নাসিরনগর বাজারের আড়তদার দুলাল দাস ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন। দুলাল দাস মাছটি ব্রাহ্মণবাড়িয়া জেলে শহরের মেড্ডা বাজারে নিয়ে যান। মাছটি দেখতে বাজারে ভিড় জমান উৎসুক জনতা। পরবর্তীতে মেড্ডা বাজারের আড়তদার সুমন দাস মাছটি ১ হাজার ৭০ টাকা কেজি দরে দুলালের কাছ থেকে কেনেন। এরপর সুমন ১ হাজার ১০০ টাকা কেজি দরে স্থানীয় মাছ ব্যবসায়ী অসিত দাসের কাছে বিক্রি করেন। সর্বশেষ মাছটি আমজাদ হোসেন নামে এক ব্যক্তি কিনে নেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারের আড়তদার সুমন দাস জানান, বাজারে প্রায়ই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ আসে। তবে ১৮ কেজি ওজনের বোয়াল মাছটি আসলেই বিরল। মাছটি দেখতে আমার দোকানের সামনে মানুষের ভিড় জমে।