ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৪:০৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর। 

নামাজে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরে খুতবা পাঠশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

এ ছাড়াও শহরের ট্যাংকের পাড় জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ, শেরপুর জামে মসজিদসহ জেলার ৭৮০টি ঈদগাহ ও ৫১০টি মসজিদে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ফ্যাসিস্ট সরকার মুক্ত এ বছরের ঈদ আনন্দকে দ্বিগুণ বাড়িয়েছে। তবে দেশের গণতন্ত্রের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের সকল মানুষের ঐক্যমতে অন্তর্বর্তী সরকার করা হয়েছে। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা ঠিক নয়। কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের পরিস্থিতির আরও অবনতি হবে। বর্তমান সরকার যে পথে হাটছে তাতে তারা ভুল করছে, কারণ দ্রুত নির্বাচন না হলে আরও একটি স্বৈরাচার বা ফ্যাস্টিস্ট জন্ম নিতে পারে। এ অবস্থায় সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |