প্রায় ২০ মিনিটের লড়াই শেষে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজাহান বলীকে হারিয়ে শিরোপা জয় করলেন কক্সবাজারের চকরিয়ার জীবন বলী।
জব্বারের বলী খেলার ১১৩তম আসরের ফাইনালে ৩ পয়েন্টে শাহজাহানকে হারিয়েছেন তিনি। জিতে নিয়েছেন প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা ও ক্রেস্ট।
জীবন বলেন, বাড়ি থেকে আসার সময় আল্লাহর কাছে প্রার্থনা করে আসি, যাতে চ্যাম্পিয়ন হতে পারি। এর আগে, দু’বার রানারআপ হয়েছিলাম। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।
কোভিড মহামারির কারণে দুই বছর অপেক্ষার পর চট্টগ্রামে ১১৩তম জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হলো সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর লালদীঘি চত্বরে।
বিকেলে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন চট্টগ্রাম পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এবার বলী খেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ১০০ বলী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে বলী খেলাকে কেন্দ্র করে রোববার থেকেই শুরু হয়েছে লোকজ মেলা, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন প্রায় ৩০০ ব্যবসায়ী।
চট্টগ্রাম শহরের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার ১৯০৯ সালে প্রথম বলী খেলার আয়োজন করেন। এরপর থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১১০ বছর চট্টগ্রামের লালদীঘির মাঠে অনুষ্ঠিত হয়ে আসছিল ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা। এরপর করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকে এটি। করোনা প্রকোপ প্রায় নিয়ন্ত্রণে আসায় আবারও হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন।