ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিয়ের দুই মাস পর জানা গেল স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুন ২০২২ , ০২:১৫ পিএম


loading/img
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক মুদি দোকানির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুন) দুপুরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন এ ঘটনায় ভুক্তভোগীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে ভুক্তভোগী তরুণী বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্ত ব্যক্তির নাম ইয়াসিন হাওলাদার (৫০)। 

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ভুক্তভোগী তরুণীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানি ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভুক্তভোগী তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকিও দেয় ইয়াসিন। এদিকে প্রায় দুই মাস আগে বিয়ে হয় ভুক্তভোগীর। গত ৪ জুন স্বামীর বাড়িতে তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বিষয়টি ধরা পড়ে পরিবারের কাছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভুক্তভোগী তরুণীর মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |