ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ছিনতাইয়ের পর স্কুলছাত্রীকে ধর্ষণ

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ , ১১:২৫ এএম


loading/img
ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাচুপাড়া মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া থানায় পাঠায়।

ভুক্তভোগী জানায়, বুধবার (১৩ এপ্রিল) সকালে কাচুপাড়ার এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। ইফতারের পর একটি ব্যাটারি চালিত রিকশা যোগে তিনি বাড়ি ফিরছিলেন। তার ভ্যানে আরও দুজন ছিল। এ সময় কাচুপাড়া মাঠের মধ্যে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ভ্যানের গতি রোধ করে। এ সময় সবার কাছ থেকে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে সবাইকে তাড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে তুলে নিয়ে মাঠের মধ্যে একটি কলা বাগানে নিয়ে যায়। এ সময় সেখানে তাকে ধর্ষণ করে। পরে তারা ভুক্তভোগীকে সেখানে রেখে চলে যায়। এ সময় ভুক্তভোগী একা বাজারে এসে লোকজন দেখে কান্না শুরু করে। পরে সেখান থেকে তাকে থানায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া স্থানীয় মাসুম হোসেন নামের এক ব্যক্তি জানান, মেয়েটি কাঁদতে কাঁদতে বেগার মোড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে চাইলে তিনি ছিনতাই ও ধর্ষণের বিষয়টি জানায়।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন আরটিভি নিউজকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটি থানায় এসেছে। তার কাছে বিস্তারিত শুনার পর সঙ্গে সঙ্গে ঘটনাটি যাচাইসহ এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়ের করতে প্রক্রিয়া চলছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |