নড়াইলের শতাব্দী প্রাচীন নাওসোনা মহা-শ্মাশান। মৃত ব্যক্তির মরদেহ সৎকার করতে মহা শ্মশানে যাতায়াতের কোন সুবিধা ছিল না। এ নিয়ে আরটিভিতে সংবাদ প্রচার হওয়ায় জনপ্রতিনিধিসহ প্রশাসনের নজরে আসে। অবশেষে মহা-শ্মশানে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রশাসন।
শুক্রবার (২৭ মে) বিকেলে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জজ কোর্টের জিপি অচীন চক্রবর্তী। এ সময় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিছালী ইউপি চেয়ারম্যান মো.হিমায়েত হোসেন।
এদিকে এখন থেকে ওই এলাকার ২০ থেকে ২৫ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পায়ে হেটে মহা-শ্মশানে তাদের মৃত স্বজনদের সৎকার করতে যেতে পারবেন।
এ সময় আরটিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন জিপি অচীন চক্রবর্তী, বিছালী ইউপি চেয়ারম্যান মো.হিমায়েত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাপ্তিবর্গ।