ঢাকা

কমিটি নিয়ে দ্বন্দ্ব : উপজেলা চেয়ারম্যানকে ঘুসি মারলেন এমপি (ভিডিও)

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

রোববার, ১৭ জুলাই ২০২২ , ১১:১১ এএম


loading/img
রাজী মোহাম্মদ ফখরুল (বায়ে) ও আবুল কালাম আজাদ

জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় একটি ইউনিয়নের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মাধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

গতকাল শনিবার (১৬ জুলাই) বিকেলে ওই সভা চলাকালে এ ঘটনা ঘটে। এতে আবুল কালাম আজাদ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে দুই নেতার মারামারির বিষয়টি দেবিদ্বারে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেবিদ্বারে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। 

সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা জানান, ২৬ বছর পর আগামী ২১ জুলাই দেবিদ্বার উপজেলা সম্মেলন হতে যাচ্ছে। ওই সম্মেলনকে কেন্দ্র করে গতকাল শনিবার (১৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামানসহ জেলা এবং উপজেলার প্রায় ২৬ নেতা উপস্থিত ছিলেন। তবে এতে উপস্থিত ছিলেন না প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

সভার একপর্যায়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণার দাবি তুলেন। 

এতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, এলাহাবাদের কমিটির বিষয়টি এই মুহূর্তের এজেন্ডা নয়। বিষয়টি নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় সভাপতি এ সিদ্ধান্ত উপেক্ষা করে সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকারকে সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে আক্তারুজ্জামান স্বপনের নাম ঘোষণা করেন। 

এ সময় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমি এখানে প্রধান অতিথি, সভার সভাপতি রুহুল আমিন সাহেব। আমাদেরকে উপেক্ষা করে আপনারা এভাবে কমিটি ঘোষণা করতে পারেন না। যেহেতু সভাপতি কাল বিষয়টি নিয়ে আলোচনার কথা বলছেন সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উ.) জেলার সাংগঠনিক সম্পাদক এমপিকে উদ্দেশ্য করে গালাগাল করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়; যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এদিকে ওই সভা শেষে এমপি এবং উপজেলা চেয়ারম্যানের হাতাহাতির পর নেতারা সভাস্থল থেকে বেরিয়ে পড়েন। উপজেলা চেয়ারম্যানও সুস্থ শরীরে সভাস্থল ত্যাগ করে সভাপতি রুহুল আমিনকে সামনে পেয়ে লাঞ্ছিত এবং হামলার চেষ্টা করেন।
 
রোববার (১৭ জুলাই) সকালে এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনকে হামলার চেষ্টা করেন এবং তাকে ধাক্কা মারেন। এ সময় আশপাশের নেতারা তাকে আটকানোর করার চেষ্টা করলেও তিনি বারবার সভাপতির দিকে তেড়ে যান।
 
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, মূলত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সভাপতি এবং প্রধান অতিথির মতামতকে উপেক্ষা করে এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এমপি এবং উপজেলা চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে উপজেলা চেয়ারম্যান সুস্থ অবস্থাতেই সভাস্থল ত্যাগ করার সময় জেলার সভাপতিকে সামনে পেয়ে তার ওপর হামলার চেষ্টা করেন এবং লাঞ্চিত করেন। একপর্যায়ে সভাপতিকে তিনি ধাক্কাও মারেন। এখানে উপজেলা চেয়ারম্যান অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথিকে অসম্মান করে কথা বলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, আমরা নিয়ম অনুযায়ী এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছি, উপজেলা চেয়ারম্যান এ কমিটিকে সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি সাহেব চেয়ারম্যানের ওপর হামলা করেন। 

এবিষয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল বলেন, মূলত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি নিয়ে আমরা একটি বৈঠকে বসি। সেখানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম, রুহুল আমিন সাহেব, আর আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। কিন্তু সেখানে আমাদেরকে কোনো প্রকার কথা বলতে না দিয়ে উপজেলা চেয়ারম্যান এবং জেলার সাধারণ সম্পাদক এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। আমি বলেছিলাম বিষয়টি নিয়ে যেহেতু সভাপতি সাহেব একদিনের সময় চেয়েছে আপনারা অপেক্ষা করেন।কিন্তু তা উপেক্ষা করে বক্তব্য দিতে থাকে উপজেলা চেয়ারম্যান। এক পর্যায়ে সে আমাকে লক্ষ্য করে চরম গালমন্দ করেন। আমি তাকে আটকানোর চেষ্টা করি এবং সংযত হয়ে আচরণ করার আহ্বান জানাই। কিন্তু বেপরোয়া আবুল কালাম আজাদ আমাকে হামলা করার জন্য এগিয়ে আসে। তারপর সেখানে কিছুটা অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি। কিছু মিডিয়া অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করছে যা অনভিপ্রেত। 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন বলেন, আপনারা ভিডিওতে যা দেখেছেন তা অস্বীকারের উপায় নেই। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতারা পর্যালোচনা করছেন। তারাই সার্বিক বিষয়গুলো নিয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। 

হামলার শিকার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত ২১ জুলাই দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। নিয়মানুযায়ী উপজেলা সম্মেলনের পূর্বে ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার কথা। সে অনুযায়ী এমপির পরামর্শক্রমে শনিবার সংসদ ভবনের এলডি হলে উপজেলা আওয়ামী লীগের সভা চলছিল। এলাহাবাদ ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তাবে আমি শুধু ‘সুন্দর হয়েছে’ বলার সঙ্গে সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে অতর্কিত কিল-ঘুসি মারতে শুরু করেন। যা সিসিটিভি ফুটেজে প্রমাণ পাওয়া যাবে। 

অপরদিকে ঢাকায় উপজেলা চেয়ারম্যান বনাম এমপির মধ্যে হাতাহাতির ঘটনার পর থেকে দেবিদ্বারে এমপি বনাম উপজেলা চেয়ারম্যান গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা পুরো দেবিদ্বার পর্যবেক্ষণে রেখেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |