জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফ্যাসিস্ট চক্রের ইন্ধনে চক্রান্ত চলছে।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এ কথা বলেন।
তিনি বলেন, আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবো। গত দেড় দশক ধরে দেশে ইসলামিক পড়াশোনার ওপর নজরদারি করে রাখা হয়েছিল। মাদরাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদেরকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। তাদেরে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। দেশ এ থেকে মুক্ত হয়েছে। আলেম-ওলামারা বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন।
হাসনাত বলেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির, উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এরপরও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি সবসময় আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন সিলেটে আমাদের এক ভাইকে, সাম্প্রদায়িক উসকানি মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদেরকে ব্যবহার করা হতে পারে, আমরা অতীতে যেভাবে পরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখবো।
দেবিদ্বারের উপস্থিত মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দেবিদ্বারে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছি। আমি প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতি যেন ধরে রাখতে পারি। সারা বাংলাদেশে যে প্রধানতম দলটি গড়ে উঠবে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। কুমিল্লার যতগুলো আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আসনটি হচ্ছে দেবিদ্বার। আমরা প্রত্যাশা করব, সে আসনটি, শিগগিরই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আপনাদের সহায়তা চাই। এখানে শিক্ষক রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, সিএনজি চালকরা রয়েছেন, কামার-কুমার, তাঁতি, রাজমিস্ত্রিরা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুমের মুহতামিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ ক্বারি নাজমুল হাসানসহ দেবিদ্বারের সর্বস্তরের মানুষ।
আরটিভি/এআর/এস