ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

দেশে ফেরার পথে স্বামী জানতে পারলেন ফাঁস নিয়েছে স্ত্রী

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বুধবার, ২৭ জুলাই ২০২২ , ১০:৪৬ পিএম


দেশে ফেরার পথে স্বামী জানতে পারলেন ফাঁস নিয়েছে স্ত্রী
ছবি : সংগৃহীত

কুমিল্লার লাকসামে এক দুবাই প্রবাসীর স্ত্রী ফাঁস দিয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নাজমা আক্তার প্রিয়াঙ্কা (৩০) ওই এলাকার দুবাই প্রবাসী মাকসুদ উর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, মঙ্গলবার রাতে লাকসাম সরকারি হাসপাতালের পাশের বাড়িতে প্রিয়াঙ্কার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক অনুসন্ধানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সায়েদ হোসেন বাচ্চু বলেন, প্রিয়াঙ্কা সনাতন ধর্মের ছিলেন। ১০ বছর আগে দুবাইয়ে মাকসুদের সঙ্গে পরিচয় এবং প্রেম হয়। পরে তাদের বিয়ে হয়। সেসময় ধর্ম পরিবর্তন করে নাম পরিবর্তন করেছিলেন প্রিয়াঙ্কা। বিয়ের পর লাকসাম পৌরসভার সরকারি হাসপাতালের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। পরে মাকসুদ দুবাই চলে যান। তাদের মোহনা নামে ৮ বছরের একটি মেয়ে শিশু রয়েছে।

মঙ্গলবার রাতে মাকসুদ দুবাই থেকে বাংলাদেশে আসেন। তাকে নিয়ে আসতে মোহনা এবং মাকসুদের চাচা এয়ারপোর্টে যান। তারা মাকসুদকে গ্রহণ করে ঢাকা থেকে ফেরার পথে প্রিয়াঙ্কার মৃত্যুর খবর পান। মাকসুদ এবং প্রিয়াঙ্কার সংসার খুব সুখের ছিল। কি কারণে আত্মহত্যা করেছে পুলিশ তদন্ত করে বের করতে পারবে।

ওসি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |