ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০১:৪০ পিএম


loading/img
ছবি: আরটিভি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়ছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।

এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার এবং পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

বিজ্ঞাপন

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া একই সময়ে নগরীর পুলিশ লাইন্স জামে মসজিদ, রানির বাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ বছর কুমিল্লায় ৪ হাজার ১৫১টি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ হাজার ৫৮টি ঈদগাহে এবং ২ হাজার ৯৩টি মসজিদ রয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |