ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৪:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুমিল্লা নগরীর বাখরাবাদ এলাকা থেকে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ৮০০ বোতল ফেনসিডিল, ১৫ দশমিক ৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮ লাখ ৯৬ হাজার ৫০০ টাকাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে কুমিল্লা কোতোয়ালি থানার বাখরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

র‍্যাব জানায়, রোববার রাতে র‍্যাব ১১ ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বাখরাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাগর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ বোতল ফেনসিডিল, সাড়ে ১৫ কেজি গাঁজা ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ৮,৯৬,৫০০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারের পর সাগরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গ্রেপ্তার মাদক কারবারি সাগর জানান, তিনি মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিপুকে (৩৭) দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল, গাঁজা সংগ্রহ ও ক্রয়-বিক্রয় কাজে সহায়তা করে আসছিলেন।
র‍্যাব-১১ ও সেনাবাহিনীর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |