জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছোট বোনকে হত্যার দায়ে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২১ আগস্ট) বিকেলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে দায়রা ও জেলা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খান এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার শিমলা গোপীনাথ এলাকার পরিতুষ চন্দ্র ঘোষের ছেলে ইন্দ্রজিৎ ঘোষ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ জানুয়ারি রাতে ইন্দ্রজিৎ তার ছোট বোনকে (১৬) হত্যা করে সরিষাবাড়ী বাসটার্মিনাল সংলগ্ন একটি পুকুরে গুম করে। পরে এ ঘটনায় একই দিন রাতে ইন্দ্রজিৎকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন। পরদিন এ ঘটনায় একটি হত্যা মামলা করে নিহতের বাবা পরিতুষ চন্দ্র ঘোষ।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, মামলায় ২৪ জনের মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ইন্দ্রজিৎকে আমৃত্যু কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আনন্দ মহন্তকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।