ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ০৬:৪৫ পিএম


loading/img
মো. এজাবুর আলম। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. এজাবুর আলমকে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বদলি করা হয়েছে। তিনি ইনস্টিটিউটের টেক বা সিভিল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পিআইডব্লিউ পরিচালক প্রকৌশলী মো. জয়নাল আবেদিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মতিন জানিয়েছেন, তাকে বদলির আদেশ হাতে পেয়েছি। পুরো বিষয়টিই এখন কারিগরি অধিদপ্তরের কাছে। 

উল্লেখ্য, গত ২৮ আগস্ট এক শিক্ষার্থীর অভিযোগ পেয়ে ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মতিন ৩১ আগস্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া অভিযুক্ত শিক্ষককে ৩১ আগস্ট হতে ছাত্র হোস্টেলের তত্ত্বাবধায়ক হতে অব্যাহতি দেওয়া হয়।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |