• ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকদের দুয়ার খোলা

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৭:২০
রাঙামাটি
ছবি: সংগৃহীত

টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙ্গামাটির পর্যটনের দুয়ার।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যটকদের জন্য রাঙ্গামাটির জেলা উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা) মো. শামীম হোসেনসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।

তিনি বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধিনিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে। তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকগণকে ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত সমগ্র রাঙ্গামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়, গতি ফিরছে ব্যবসা বাণিজ্যে 
বাড়ি ফিরে খোলা ট্রাকে সংবর্ধনা পাবেন ২ সাফজয়ী
সৈকতে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
টাঙ্গুয়ার হাওরে সাঁতার কাটার সময় পর্যটক নিখোঁজ