বাড়ি ফিরে খোলা ট্রাকে সংবর্ধনা পাবেন ২ সাফজয়ী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ০৮:১১ পিএম


বাড়ি ফিরে খোলা ট্রাকে সংবর্ধনা পাবেন ২ সাফজয়ী
সংগৃহীত ছবি

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশর মেয়েরা। দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছে জয়ীরা। তাদের মধ্যে পহাড়ের দুই কন্যা ঋতুপর্ণা ও রূপনা নিজ জেলায় ফিরে খোলা ট্রাকে সংবর্ধনা পাবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, ঋতুপর্ণা ও রূপনা ছুটি শেষে বাড়ি ফিরলেই তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। গতবার যেভাবে দেওয়া হয়েছে, এবারও ক্রীড়া সংস্থা থেকে তাদের একইভাবে সংবর্ধনা দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাদখোলা ট্রাকে ঘাগড়া থেকে রাঙ্গামাটি শহরে ঘুরে স্টেডিয়ামে সংবর্ধনার ব্যবস্থা করা হবে। এর জন্য দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কখন ফিরবে সেই হিসেবে নির্ধারণ করা হবে। তবে তাদের বাড়ি যাওয়ার বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। গেলে জানাব।

ঋতুপর্ণা চাকমার বাড়ি রাঙ্গামাটির ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামে যেতে হয় ধানখেত দিয়ে এক ঘণ্টা হেঁটে। আর সাফজয়ী সেরা গোলরক্ষক রূপনা চাকমার বাড়ি নানিয়ারচরের ঘিলাছড়ি ইউনিয়নে ভূঁইয়াদাম গ্রামে যেতে হয় ঢালু পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে।

তাদের বাড়ি যাওয়া রাস্তার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, যেহেতু তারা দুজন দেশের জন্য এই গৌরব বয়ে এনেছে- তাদের বাড়ির রাস্তাটি কীভাবে কোন সংস্থার মাধ্যমে করা যায় আমি দেখবো।

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission