ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

সিলেটে পরিবহন ধর্মঘটের হুমকি শ্রমিকদের 

স্টাফ রিপোর্টার সিলেট, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ১০:১৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পাঁচ দফা দাবি না মানলে ১৩ সেপ্টেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে পরিবহন শ্রমিকদের একটি সংগঠন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করে এই ঘোষণা দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ নামের সংগঠনটি।

নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে এ মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ তাদের পাঁচটি দাবির কথা জানান।

বিজ্ঞাপন

দাবিগুলো হলো 

১. সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি, রেকারিং বাণিজ্য ও মাত্রাতিরিক্ত জরিমানা আদায় বন্ধ, মহানগর পুলিশ কমিশনার, পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনারকে প্রত্যাহার

২. গাড়ি ফিটনেস মামলা সঠিকভাবে করা, সিলেট শ্রম আদালতে শ্রমিক ইউনিয়নগুলোকে হয়রানি বন্ধ এবং আদালত থেকে শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার

বিজ্ঞাপন

৩. হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে বন্ধ পাথর কোয়ারি খুলে দিতে হবে,

বিজ্ঞাপন

৪. সিলেটের সকল ভাঙা রাস্তা সংস্কার

৫. সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে, বিক্রিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন দিতে হবে, বেআইনি গাড়ি অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা, ডাম্পিংকৃত গাড়ি এবং অন্য জেলা থেকে আগত গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ময়নুল ইসলাম বলেন, আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে ১৩ সেপ্টেম্বর সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করা হবে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |