রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনার সঙ্গে বাসের সংঘর্ষে লেগুনাটির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে। একজনকে নিহত ঘোষণা করা হয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি রাখা হয়। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত লেগুনাটির চালক ছিলেন। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।