দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া মহাসড়কের বাজিতপুর ব্রিজের পূর্ব পাশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আলম (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) ভোর রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার বাজিতপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আবদুল মতিন।
নিহত আলম মিয়া দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকার চন্ডিপুর (প্রধান পাড়া) এলাকার হায়দার আলীর ছেলে। তিনি ওই ট্রাকের ট্রাকের চালক ছিলেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আ. মতিন বলেন, ভাদুরিয়া-বাজিতপুর ব্রিজের পূর্ব পাশে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির চালক আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমকে -টি